Student Testimonial

Avatar

আমি ANM & GNM 2023 এর একজন সফল ছাত্রী । বর্তমানে আমি দার্জিলিং District হসপিটাল থেকে ট্রেনিং করছি । নার্সিং আমার স্বপ্ন ছিল । তবে আমাকে এই স্বপ্ন সত্যি করার প্রথম আলো দেখিয়েছিল 5 Er Pathshala এখান থেকে আমার মত আরো অনেক student দের স্বপ্ন পূরণ হয়েছে । যারা 1 টা সরকারি চাকরি করার স্বপ্ন দেখে তাদের প্রত্যেকের নিজেদের পরিশ্রম এর পাশাপাশি একটা সঠিক guidance এর প্রয়োজন । আমি বিশ্বাস করি 5 Er Pathshala সঠিক শিক্ষা প্রতিষ্ঠান । 5 Er pathshalar প্রত্যেকটা Teachars খুব যত্ন সহকারে পড়ান । আমি 5er pathshalar একজন অংশ হতে পারে নিজেকে ধন্য মনে করি ।

Pronam Sarkar

Dhupguri

Avatar

আমি ANM & GNM 2023 এর একজন সফল ছাত্রী । আমি প্রথম 5 Er Pathshala -এর কথা আমার এক বন্ধুর কাছে জানতে পারি, তারপর আমি ভেবেছিলাম যে 5 Er Pathshala আমার বেস্ট কোচিং সেন্টার হতে পারে । তারপর আমি এই কোচিং সেন্টারে ভর্তি হই । 5 Er Pathshala -এর ম্যাম এবং স্যারেরা যদি এতটা যত্ন করে না পড়াতেন তাহলে হয়তো আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না । ম্যাম এবং স্যারেরা যেভাবে আমাদের পড়িয়েছেন উনাদের কৃতিত্ব ভোলার মতো নয় । আমি ওনাদের কাছে পড়ে সত্যিই Satisfy হয়েছি ।

Shayani Modak

Dhupguri

Avatar

আমি 2022 TET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি । শিক্ষা আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি কিন্তু সেই শিক্ষাকে কার্যকরী এবং বৃত্তিমুখি করে তোলার জন্য প্রয়োজন একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান। আমার দেখা শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে "৫ এর পাঠশালা" সবচেয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান । এখানে সব ধরণের competitive পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ানো হয় । এমনকি আমি নিজে এখান থেকে coaching নিয়েছি। আমার অভিজ্ঞতা থেকেই বলছি এখানে সব ধরণের বিষয়কে বিস্তারিত ভাবে পড়ানো হয় এবং এখানকার শিক্ষকেরা অনেক বেশি অভিজ্ঞ এবং বন্ধুত্বপূর্ণ ।

Palli Sarkar